শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অগ্নিকাণ্ডে পুড়ে টুরিস্ট কমপ্লেক্সের এক কটেজ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ২৬ জুলাই ২০২০ রোববার

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল পর্যটন দপ্তরের টুরিস্ট কমপ্লেক্সের একটি কটেজ। মালবাজার থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের ধুপঝোড়া পর্যটন কেন্দ্রের পর্যটন দপ্তরের টুরিস্ট কমপ্লেক্সে। 
জানাগেছে, শুক্রবার বিকালে হটাৎ কর্মীরা দেখতে পান ৩০৩ নম্বর কটেজ থেকে ধুঁঁয়া বের হচ্ছে। কাছে গিয়ে দেখেন ভিতরে আগুন জ্বলছে। দ্রুত তারা আগুন নেভানো চেষ্টা করে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন দেখে স্থানীয়রা ভীড় করে তারাও আগুন নেভাতে হাত লাগায়। খবর পেয়ে মালবাজার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। পরে আর একটি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 
খবর পেয়ে ছুটে আসেন মেটেলি থানার ওসি মুরলীমোহন সাহা ও পুলিশ কর্মীরা।          
কমপ্লেক্সের ম্যানেজার গৌরি ঘোষ জানান, কটেজটিতে আগুন নেভানোর ব্যবস্থা ছিল। কিন্তু, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সমস্ত ঘটনা উপর মহলে জানান হয়েছে। 
মালবাজার দমকল স্টেশনের আধিকারিক এ সি বর্মন বলেন, প্রাথমিক অনুমান বৈদাতিক শট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে সামগ্রিক তদন্তে প্রকৃত কারণ জানা যাবে।