শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাল এলাকায় নতুন করে সংক্রামন বাড়ছে লকডাউন বাড়তে পারে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৬ জুলাই ২০২০ রোববার

মাল ব্লক ও মালবাজার শহর এলাকায় নতুন করে সংক্রামন বাড়ছে। সংক্রামণ ঠেকাতে স্থানীয় প্রশাসন ঘোষিত লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে মানুষজন অনুমান করছে। 
শুক্রবার সকালে স্বাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী মালবাজার শহরে নতুন করে ৬ জনের শরীরে সংক্রামণ ধরা পড়ে। মাল ব্লকের ওদলাবাড়িতে ১ জন ও তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩ জনের সংক্রামণ ধরা পড়ে।এনিয়ে মাল ব্লক ও পৌর এলাকা নিয়ে সংক্রামিতের সংখ্যা ৮০ পেরিয়ে গেল। এই সংক্রামিত ১০ জনকে        স্বাস্থ্য কর্মীরা শুক্রবারই এদের চালসার কোভিদ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। 
সংক্রামণ বাড়তে থাকায় স্থানীয় জনমানসে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ওদলাবাড়িতে আগামী ২৯ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। মাল পৌর এলাকায় ২৬ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করা আছে। যেভাবে প্রতিদিন সংক্রামনের সংখ্যা বাড়ছে তাতে লকডাউনের মেয়াদ বাড়তে পারে অনুমান। বিশেষজ্ঞদের মত অনুযায়ী লকডাউন এই সংক্রামনের শিংখল ভাঙতে পারে। দেখা গেছে মালবাজার পৌর এলাকায় প্রথম লকডাউনে সংক্রামণ ছিল না। জুন মাসে আনলক ১ চালু হতেই যাতায়াত শিথিল হয়। জুন মাসে ৮ জনের সংক্রামণ ধরা পড়ে। কিছুদিনের মধ্যে ওই ৮ জন সুস্থ হয়ে ফিরে আসে। জুলাই মাসের প্রথম দিকে শহর ও আসেপাশের এলাকা স্বাভাবিক ছন্দে ফিরছিল। হটাৎ গত ১২ জুলাই শহরের ১২ নম্বর ওয়ার্ডের এক সংক্রামিত মহিলার শিলিগুড়ি কোভিদ হাসপাতালে মৃত্যু হয়। এরপর শুরু হয় লালারস পরীক্ষা। গত ১৫ জুলাই নতুনভাবে সংক্রামিত বাড়তে থাকে। জনমানসে চাহিদা মেনে পৌরসভা প্রথমে ১৯ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করে। পরে বাড়িয়ে ২৬ জুলাই পর্যন্ত করা হয়। ওদলাবাড়িতে সংক্রামণ বাড়ায় সেখানেও লক ডাউন করা হয়েছে। চালসা, মঙ্গলবাড়িতেও লকডাউন চলছে