রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

শনিবার সন্ধ্যার পর্যন্ত আসামের কাছাড় জেলায় , ২৭ জন পজিটিভ

আবুল সাহিদ , শিলচর আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২০ এএম, ২৬ জুলাই ২০২০ রোববার | আপডেট: ০৯:২০ এএম, ২৬ জুলাই ২০২০ রোববার

শনিবার সন্ধ্যা পর্যন্ত আসামের কাছাড়ে ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের  মধ্যে ১১জনের ফল জানা গিয়েছে রেপিড অ্যান্টিজেন টেস্টে। বাকিরা ল্যাবরেটরি টেস্টে অর্থাৎ আরটিসিপিআর-এ। আক্রান্তদের মধ্যে সদর থানার ওসি দিতুমণি গোস্বামী, সিভিল হাসপাতালের চিকিৎসক অর্পিতা দেব ছাড়াও রয়েছেন ৬জন আসাম রাইফেলস জওয়ান। একটি আটদিনের শিশুও পজিটিভ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
তালিকায় আরও রয়েছেন জানিগঞ্জের গৌরী দাস (৫৫) ও দীপালি দাস (৩৮), তোপখানার এনামউদ্দিন লস্কর(৩৯), আসাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের আবুল কালাম চৌধুরী (৩৮), স্বামীজি রোডের রানাচন্দ্র দেব (৪৯), মেডিক্যাল কলেজের জিএনএম নার্স হোস্টেলের আরকে মালা সানা (২১), আতালবস্তির তাপস চন্দ (৩৭), গুমড়ার আচামুল হক লস্কর (২২)।