সংক্রামিত মহিলার মৃত্যু বাগরাকোটে শ্রমিকবস্তিতে কন্টেন্টমেন্ট জোন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৭ পিএম, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার
মালবাজার,২৩জুলাই। বাগ্রকোট এলাকায় এই প্রথম কোন করোনা রোগীর মৃত্যু হল। সেই কারনে এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক।গোটা শ্রমিক বস্তিকে কন্টেন্টমেন্ট করা হলো।
মৃত মহিলার( উষা ছেত্রী) বাড়ি মালবাজার মহকুমার বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের ধোবি লাইনে বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে। মাল ব্লকের বি এম ও এইচ প্রিয়াঙ্কু জানা বলেন, ওই মহিলা গত কয়েকদিন আগে ডাইরিয়া বা টিবি তে অসুস্থ্য হয়ে শিলিগুড়ির একটি বে সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে অসুস্থ হওয়া তাতে ঊত্তরবঙ্গ মেডিকেল কলেজ এ ভর্তি করা হয়। সেখানে করোনা পরিক্ষায় রিপোর্ট পজেটিভ আসে। গতকাল রাতে উনাকে শিলিগুড়ির দিসান হাসপাতালে নিয়ে যাবার সময় মারা যায়। তাই দিসান হাসপাতাল থেকে গতকাল রাতে মৃতের বাড়ির লোক কে বলা হয় তাদের রোগীর মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম অনুয়ায়ী মৃতদেহ পরিবারের হাতে দেওয়া হবে না।
এদিকে এই খবর জানাজানি হতেই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। মানুষজন উদ্বেগে রয়েছে।
ইতি মধ্যে বাগ্রাকোটের ধোবি লাইন কে কনটাইনমেন্ট জোন ঘোষনা করা হয়েছে। পাশাপাশি যারা ওই মহিলার সংস্পর্শে এসেছে তাদের পরিক্ষা করা হবে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।এলাকায় আগমন ও নির্গমন রোধ করতে ব্যারিকেড করা হয়েছে।