শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেছা, হবিবপুর টিএমসিসিপি

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার

মূখ্যমন্ত্রী নির্দেশে হবিবপুর ব্লক স্তরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম,দ্বিতীয়,তৃতীয় ছাত্র ছাত্রীর বাড়িতে গিয়ে তাদের হাতে মাস্ক,স্যানিটাইজার,কলম ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানালেন হবিবপুর ব্লক  তৃনমূল কংগ্রেস ও মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে এদিন সকাল সাতটা থেকে হবিবপুর ব্লকের বিভিন্ন গ্রামপঞ্চায়েত ছাত্র ও ছাত্রীদের বাড়িত গিয়ে তাদের হাতে শুভেচ্ছা দিলেন এদিন উপস্থিতিত ছিলেন,হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রভাস চৌধুরী, বামনগোলা ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি অমল কিস্কু সহ বুলবুলচন্ডী পঞ্চায়েত প্রধান রাজীব ডাগা ,আইহো গ্রামপঞ্চায়েত, অনিতা সাহা,বিশিষ্ট সমাজসেবীক দেবব্রত মুখার্জি  সহ তৃনমুলে বিভিন্ন কর্মীরা। এবিষয়ে হবিবপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ভরপাপ্ত নেতা ইন্দনীল সাহা বলেন মূখ্যমন্ত্রী নির্দেশ মেনেই ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় ব্লক স্তরে যে সকল ছাত্র ছাত্রীরা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের হাতে আজ তৃণমূলে পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের হাতে শুভেচ্ছা বার্তা হিসেবে তাদেরকে চকলেট কলম মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।এছারাও বলা হয় কোন ছাত্র ছাত্রী কলেজে ভর্তি ও মাধ্যমিক পাস করে অন্য স্কুলে ভর্তি নিয়ে কোন সমস্যা হলে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।