কোভিডে মারা গেলেন এক আসাম রাইফেলস জওয়ান, এটি করোনা মৃত্যুই
আবুল সাহিদ , শিলচর আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫২ পিএম, ১৯ জুলাই ২০২০ রোববার
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আসাম রাইফেলসের এক জওয়ান। মৃত ব্যক্তির নাম এস কে ওয়াগলে, বয়স ৪৬ বছর। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থ অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রেপিড টেস্টিং কিটের মাধ্যমে তার সোয়াব পরীক্ষা করা হয় এবং রেজাল্ট পজিটিভ জানা যায়। তবে এর কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর পর পুরো বৃত্তান্ত রাজ্যের স্বাস্থ্য বিভাগের ডেথ অডিট বোর্ডের কাছে পাঠানো হয়েছিল; বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, এটি করোনায় মৃত্যু বলেই গণ্য করা হবে। তাই সরকারিভাবে কাছাড়ে এটাই কোভিডের কারণে প্রথম মৃত্যু হিসেবে ধরে নেওয়া চলে।
আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, এস কে ওয়াগলে নামের জওয়ানকে অসুস্থ অবস্থায় গতকাল রাত পৌনে বারোটা নাগাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের নিয়ম অনুযায়ী প্রথমেই কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। জওয়ানটির শারিরীক অবস্থা সংকটজনক ছিল, ফলে রেপিড টেস্টিং কিটের মাধ্যমে তার পরীক্ষা হয়। আধ ঘণ্টার মধ্যেই তার রেজাল্ট চলে আসে এবং জানা যায় তিনি কোভিড পজেটিভ। তবে এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এবার সম্পুর্ণ কোভিড প্রটোকল মেনেই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
শরীরে করোনা ভাইরাস নিয়ে মৃত্যু হওয়ার কাছাড় জেলায় এটি চতুর্থ ঘটনা। এর আগে নরসিংহপুরের শান্তিবালা নাথ, জানিগঞ্জের নারায়ণ মিত্র এবং মেহেরপুর শিবালিক পার্কের মালা দত্ত মজুমদারের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া গিয়েছিল। তবে রাজ্য স্তরের ডেথ অডিট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের মৃত্যু অন্য জটিলতার জন্য হয়েছিল। নারায়ন মিত্র এবং মালা দত্ত মজুমদারের শেষকৃত্য কাছাড়-ডিমাহাসাও সীমান্ত সংলগ্ন একটি নির্জন এলাকায় সম্পন্ন করা হয়েছে। শহরের একটি সমাজসেবী সংগঠন রাইজিং ইয়ুথ সোসাইটির সদস্যরা পিপিই কিট লাগিয়ে রাতের বেলা কাজটি করেছেন।