ছোটদের পাতা
আমার শিক্ষা জীবন কলমে-সুমনা মণ্ডল# পুষ্পপ্রভাত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
আমার শিক্ষা জীবন"
কলমে-সুমনা মণ্ডল
=========================
আমার শিক্ষা জীবনের কিছু স্মৃতি--
এখনো মনকে করে দেয় ব্যাকুল ,
সেই শিক্ষা প্রতিষ্ঠান ছিল--
ভগবান পুর ''কে-বি-এস'' হাই স্কুল ৷
একদিন সমস্ত বন্ধু-বান্ধবী ছেড়ে ,
পৌছে গেলাম "বিকাশ মিশনের" দরবারে ৷
সেখানেও বছর খানেক কেটে যায় ,
তারপর "বিকাশ মিশনও" বিদায় দেয় ৷
ছেড়ে আসা বিদ্যালয়ের কিছু স্মৃতি--
মাঝে মাঝে কষ্ট দেয়,ভীষণ !
তারপার চলে আসি--
"কালিয়াচক আবাসিক মিশন" ৷
আমার ছিলনা কোন নিজস্ব স্বাধীনতা--
সাফল্যের জন্য আমি এক--
বাসাহীন কোকিল হয়ে গেছিলাম ,
তাইতো আবার "অ্যাপোলো গ্লেনেগলস্--
নার্সিং কলেজ" পৌছে গেলাম ৷
আমি এক পিঞ্জিরায় বন্দি থাকা--
তোতা পাখি হয়ে গেছিলাম ,
অধিকার তো ছিল কথা বলার
তবে সেটা পুস্তক দেখে বলতাম !
তাই শেষমেষ বেছে নিয়েছি--
নার্স জীবনটাকে মৃত্যুর অবকাশ ,
সেই কারণে নিজেকে আমি--
আর এক শিক্ষা প্রতিষ্ঠানে রেখেছি--
যার নাম "ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স" ৷
এই আমার শিক্ষা জীবন ,
যা চিরদিন থাকবে স্মরণ ৷