রেল বেসরকারি করণের বিরুদ্ধে শিলচরে সিটু-র বিক্ষোভ প্রদর্শন
আবুল সাহিদ , শিলচর আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২৫ এএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
ভারত সরকার ১৫১টি রেল ও ১০৯টি রেল লাইন বেসরকারি করণের উদ্যোগ নিয়েছে এবং এক লক্ষ পদ বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ১৭ জুলাই শুক্রবার সারা দেশে রেল বেসরকারি করণের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে সিটু।
সিটুর ডাকে সিটু অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ও সারা ভারত যুব ফেডারেশনের কর্মকর্তারা লকডাউনের নিয়ম মেনে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন তারা রেল বেসরকারি সংস্থার হাতে বিক্রি করার যে সিদ্ধান্ত নিয়েছে সরকার তা অবিলম্বে প্রত্যাহারের দাবি সম্বলিত প্লে-কার্ড নিয়ে শিলচর রেল স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।
ভারত সরকার করোনার বিপর্যয়ের মধ্যে সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে এই জন বিরোধী পদক্ষেপ নিল। এর বিরুদ্ধে ভবিষ্যতে আরো বৃহৎ আন্দোলন কর্মসূচি নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত যুব ফেডারেশনের পক্ষে দেবজিত গুপ্ত, সারস্বত মালাকার, সিটু র পক্ষে অভিজিৎ গুপ্ত ও সুপ্রিয় ভট্টাচার্য।