রাজনগরে তৃনমূল নেতা প্রানতোষ ওঝার অস্বাভাবিক মৃত্যু
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
বীরভূমের রাজনগরের বড়বাজারের বাসিন্দা তৃণমূল নেতা প্রানতোষ ওঝার অ-স্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য। রাজনগরের ডাকবাংলোয় জঙ্গল ঘেরা জায়গায় মঙ্গলবার তিনটে নাগাদ প্রাণতোষ ওঝাকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে রাজনগর গ্রামীণ হাসপাতাল ও পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে জানান প্রানতোষ ওঝার পুত্র পুলিশকর্মী দেবাশিষ ওঝা (দেবু)। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রাথমিকভাবে অনুমান প্রানতোষবাবু মানসিক অবসাদে ভুগছিলেন। সেই পরিপ্রেক্ষিতে তিনি আত্মহত্যা করেন। তিনি রাজনগর ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য ছিলেন। প্রানতোষ ওঝা ২০০৩ সালে কংগ্রেস থেকে রাজনগর গ্রাম পঞ্চায়েতের সদস্যও নির্বাচিত হন। এরপর তিনি তৃনমূলে যোগ দেন। তিনি এলাকায় একজন লড়াকু, নির্ভীক ও সু-বক্তা হিসেবে পরিচিত ছিলেন। ময়নাতদন্তের পর প্রানতোষ ওঝার দেহ রাজনগর নিয়ে আসা হলে দলীয় কার্যালয়ে তাঁকে রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধু সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। জনপ্রিয় এই তৃনমূল নেতাকে কংগ্রেস, সিপিআইএম, ফরওয়ার্ড ব্লকের নেতা-কর্মীরাও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন। রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধু জানান তাঁরা একজন লড়াকু নেতাকে হারালেন। প্রানতোষ ওঝার পরিবারের পাশে তৃনমূল দল সবসময় আছে।