কবি -ভরত মণ্ডল
ওগো বিধাতা কবি -ভরত মণ্ডল # Puspaprovat
ভরত মণ্ডল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:০২ এএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার
ওগো বিধাতা ,
ছিল না নাকি—
খাতার পাতা ?
লিখে ছিলে অল্প করে !
সুখ গুলো যায় দূরে ,
কষ্ট আমায় আঁকড়ে ধরে !
ওগো প্রভু ,
সংহার হত কি—
কলমের কালি কভু ?
যে অল্প দেখালে সুখ ,
আর লিখে ছিলে দুখ !
ওগো বিধাতা ,
বুঝতে কি পারো নি—
মনের কথা ?
ছিল যত স্বপ্ন-আশা ,
আজও করে আছে—
হৃদয়ের কোণে বাসা !
পরিপূর্ণ কি—
কখনই হবে না ,
সাজানো স্বপ্নের বায়না ?
ওগো বিধাতা ,
সংহার হয় যদি—
খাতার পাতা !
লিখে দিও—
আমার ললাটে !
সাজানো স্বপ্ন যেন—
ফুলের মত ফুটে !