ড্রাগস মুক্ত করতে কংগ্রেসের প্রতিবাদী কার্যসূচী ভেস্তে দিল পুলিশ
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:২০ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
সর্বনাশা ড্রাগসের বিরুদ্ধে গর্জে উঠলেন পাথারকান্দির কংগ্রেস কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক সংস্থার কর্মকর্তারা। ড্রাগসের করাল গ্রাস থেকে পাথারকান্দিকে উদ্ধার করার দাবিতে বৃহস্পতিবার এক প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করেন কংগ্রেস সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। কিন্তু তা করতে দেয়নি পুলিশ।
এদিন সকাল থেকে পাথারকান্দি সার্কেল কার্যালয়ের দুটি প্রবেশ পথে অস্থায়ী বেরিকেড তৈরী করে মানুষদের প্রবেশে বাধা প্রদান করে পুলিশ। এমনকি সংবাদ সংগ্রহে যাওয়া দুজন সংবাদ কর্মীকেও আটকে রেখে অনুমতি পত্র চেয়ে বসে পুলিশ। যদিও পরে যেতে দেওয়া হয়েছে।
এদিকে ডিএসপি সুধন্য শুক্লবৈদ্য সকাল থেকেই পাথারকান্দিতে অবস্থান করে পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন। বিশাল পুলিশ ও বিএসএফ বাহিনী টহলরত অবস্থায় ছিল। যার ফলে সার্কেল কার্যালয় চত্বরে প্রতিবাদী কর্মসূচী করতে পারেনি কংগ্রেস কর্মী সহ প্রতিবাদী জনতা।
পুলিশের বাধার জন্য শেষ পর্যন্ত অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রতাপ সিনহার নেতৃত্বে পাঁচজনের এক প্রতিনিধি দল সার্কেল অফিসারের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করে।
এদিকে স্মারকপত্র প্রদানের পর অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রতাপ সিনহা সাংবাদিকদের জানান- পাথারকান্দি থেকে ড্রাগস নির্মূল করার দাবী জানাতে এসে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে যা অত্যন্ত মর্মান্তিক ব্যাপার। তিনি বলেন এটা গণতন্ত্রের পরিপন্থী। এর দ্বারা গণতন্ত্র হত্যা করা হয়েছে। প্রতাপ সিনহা এটাকে গণতন্ত্রের কালো দিন বলে অভিহিত করেন।
আছিমগঞ্জের জেলাপরিষদ সদস্যা আইনজীবি মমতাজ বেগম বলেন, ড্রাগস নির্মূলের নামে রাজনীতি করা হচ্ছে। বলেন, বর্তমান স্থানীয় বিধায়ক ড্রাগস নির্মূল করার জন্য বিভিন্ন সময়ে ফেইসবুকে পোষ্ট দিয়ে থাকেন কিন্তু বাস্তবে তা করার পক্ষে নন তিনি। বিধায়ক ড্রাগস নির্মূলের নামে প্রতিহিংসার রাজনীতি করছেন বলে উল্লেখ করেন মমতাজ।
এ দিন অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের নবাগত চেয়ারম্যান কবির আহমেদ, লোকসভা ভিত্তিক যুব কংগ্রেসের সহসভাপতি নাসির উদ্দিন, আমসার রাজ্যিক সভাপতি ওয়াহিদুজ্জামান সহ কংগ্রেস দলের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার ড্রাগস নির্মূলের দাবিতে পাথারকান্দি সার্কেল অফিসে কয়েক শো জনতার উপস্থিতিতে স্মারক পত্র প্রদান করা হয়। কিন্তু বৃহস্পতিবার একই দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে স্মারকপত্র প্রদানে পুলিশের বাধাতে প্রশাসনের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন আন্দোলনকারি জনতা।