মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লক ডাউনে

কালিয়াচকে সাহিত্যবাসর ও কবি আড্ডা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১৩ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার

কালিয়াচক সাহিত্যগোষ্ঠী ১৬ মাইলের ওয়েসিস আবাসিক মিশনে সাড়ম্বরে আয়োজন করলো সাহিত্যবাসর ও কবি আড্ডা। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্পপ্রভাত পত্রিকার সম্পাদক  এম আনওয়ার উল হক , নাবিক পত্রিকার সম্পাদক আমিনুল ইসলাম ও সালাম বাংলা পত্রিকার সম্পাদক  নাসিমুল হক নাসিম বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেন। আজকের অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আবদুল হালিম ও আবদুর রাউফ । আজকের কবি আড্ডায় চাঁদের হাট ছিলো, আজকের কবিদের মধ্যে চাঁইভাষার স্বনামধন্য কবি চন্দন মন্ডল, কবি হিফজুর রহমান,কবি  এম হাসান উজ জামান, কবি তৌহিদুর রহমান, কবি  জিয়াউর রহমান, কবি শাহ সারওয়ার, কবি নুর আহাম্মেদ, কবি আখতারি খাতুন, কবি ভরত মন্ডল, কবি আলিউল হক,কমলেশ মন্ডল ও কবি প্রকাশ মন্ডলের নাম উল্লেখযোগ্য।আজকের অনুষ্ঠানের শুভসূচনা হয় সঙ্গিত শিল্পীর সাইফুল আলমের গাওয়া রবীন্দ্রসঙ্গীত দিয়ে। সাহিত্যের হাল হকিকত, পাঠক সাহিত্য বিমুখ কেন? কালিয়াচকের লিটিল ম্যাগাজিনের করুণ দশা, অাধুনিক কবিতার দুর্বোধ্যতা নিয়ে সবিস্তারে আলোচনা করেন আজকের অতিথিরা। সভার সভাপতির ভাষণ দিয়ে বর্ণাট্য সাহিত্য বাসর ও কবি আড্ডার সমাপ্তি ঘটে।