সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা
জাগরণ প্রতিবেদক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
জনসভায় যোগ দিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
‘সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি ও ৭ দফা দাবি আদায়’ করতে এ জনসভার আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
একই দাবিতে সিলেট ও চট্টগ্রামে সমাবেশ করে ঐক্যফ্রন্ট।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, প্রধান বক্তা জেএসডির সভাপতি আসম আবদুর রব।
সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনসভায় নেতাকর্মীদের উজ্জ্বীবিত করতে দুপুর পৌনে ১২টা থেকে জাসাসের সদস্যরা সঙ্গীত পরিবেশন শুরু করেন। যা জনসভা শুরুর আগ পর্যন্ত চলবে।
মঙ্গলবারের জনসভা মঞ্চে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুনির খান ও সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ অনেক নেতাকে দেখা যায়।
এদিকে, এ জনসভা কেন্দ্র করে শাহবাগ মোড়, মৎস্য ভবন ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আরএম/বিএস