মালদা শহরে টোটো বিস্ফোরণের ঘটনায় মৃত এক
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
মালদা শহরে টোটো বিস্ফোরণের ঘটনায় মৃত টোটো চালক বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল, যে চালকের দেহ কয়েকটি খন্ডে বিভক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দূরে। তাঁর ছিন্ন মাথার অংশটি একটি বাড়ির চালে গিয়ে পড়ে। টোটোটি দুমড়ে মুচড়ে যায়। টোটোয় রাখা প্লাইবোর্ড ঘটনাস্থল থেকে অন্তত ৫০ মিটার দূরে গিয়ে পড়ে। যদিও অনেকে বলছে, টোটের ব্যাটারি গরম হয়ে বিস্ফোরণের ঘটতে পারে। বিস্ফোরণের মাত্রা দেখে গোয়েন্দা পুলিশের অনুমান, শক্তিশালী বোম থাকতে পারে টোটোতে। ঘটনাটি ঘটে শহরের ঘোড়াপীড় এলাকায়। এর আগে এরকম ঘটনার কথা কোথাও শোনা যায় নি। এই প্রথম মালদায় ঘটল বলে পুলিশ দাবি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় ইংলিশবাজার থানার পুলিশ ও সিআইডি বোম্ব স্কোয়াডের টিম। জানা গেছে, বুধবার দুপুরে ওই টোটোটি ঘোড়াপীড় থেকে প্রবালপল্লীর দিকে যাচ্ছিল। ঘোড়াপীড় থেকে খানিকটা যেতেই বিস্পোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।