শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপহরণের নাটক করে বীরভূমে গ্রেপ্তার স্কুল শিক্ষক সহ ৩

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার

অপহরণের নাটক করে পুলিশের হাতে গ্রেপ্তার স্কুল শিক্ষক ও তার দুই বন্ধু। ধৃতদের বাড়ি বীরভূমের সিউড়ি গরইঝোড়া গ্রামে। ওই গ্রামের আমির খান নামে এক ব্যাক্তি যিনি রাজনগরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি নিজেই অপহরণের নাটক করে শেষমেষ ধরা পড়লেন পুলিশের হাতে। জানা জায় আমির টাকাপয়সা জন্য ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর হটাৎই আমিরের বাবার কাছে ফোন আসে তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে এবং পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। আমিরের বাবা ঘটনাটি পুলিশকে জানান। পুলিশের কথামত মুক্তিপণ দেওয়ার ফাঁদ তৈরি করে পুলিশ। সেই ফাঁদে পড়ে আমির। টাকা নিতে এসে পুলিশের হাতে ধরা পড়ে যায় আমির ও তার দুই বন্ধু পল্টু মাহারা ও সুমন রায়। সোমবার শীঊড়ী আদালতে তোলা হলে বিচারক তাঁদের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন৷ সরকারি আইনজীবী  চন্দ্রনাথ গোস্বামী জানান পুলিশি তদন্তে জানা গেছে আমির খান নেশার টাকা বাড়ী থেকে আদায় করতেই এই ধরনের অপহরণের ছক কষেছিল।