অনুব্রত মণ্ডলের বুথ ভিত্তিক কর্মীসভা বীরভূমের খয়রাশোলে
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২৮ জুন ২০২০ রোববার
বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে খয়রাশোল এর সেচ দপ্তর ময়দানে আয়োজিত হল তৃণমূলের কর্মীসভা। আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে চাঙ্গা করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয় । সভামঞ্চ থেকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কেন্দ্র সরকারের সমালোচনার পাশাপাশি নরেন্দ্র মোদি ও অমিত সাহাকেও আক্রমণ করে বক্তব্য পেশ করলেন। অনুব্রত জানান কেন্দ্র ক্ষতিগ্রস্থদের নামে টাকা ঘোষণা করলেও এখনো পর্যন্ত তা দেয় নি। অপরদিকে রাজ্য সরকার আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। করোনার জন্য লাগাতার মোকাবিলা করে যাচ্ছে। অনুব্রত এদিন সভামঞ্চ থেকেই জোর দিয়ে ঘোষণা করেন ২৩০ থেকে ২৪০ আসনে তৃণমূল আগামী নির্বাচনে জয়লাভ করবে । বিজেপির এনআরসি নীতি প্রসঙ্গ তুলে তিনি বলেন আগে অমিত শাহ আগে নিজের পরিচয় দেখান। তার বাবা-মায়ের পরিচয় পত্র আগে পেশ করুন তারপর দেশের মানুষ নিজেদের নথিপত্র দেখাবে।
এদিন অনুব্রতর এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর রানা সিংহ, অসিত মাল, বিকাশ রায় চৌধুরী, অরুণ চক্রবর্তী, শ্যামল গায়েন প্রমূখ তৃণমূল নেতৃত্ব।