বাংলাদেশের মৌলানা তোফাজ্জল হোসেন মৃত্যুতে শোক আহলে সুন্নাতের
রাহাতুল আক্তার বড়ভুইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
বাংলাদেশের মৌলানা তোফাজ্জল হোসেন মৃত্যুতে শোক আহলে সুন্নাতের
ভারত- বাংলার লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, আশিকে রাছুল বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারি প্রখ্যাত ইসলামী বক্তা
হজরত মৌলানা হাফিজ তোফাজ্জল হোসেন সাহেবের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত ও উত্তর পূর্ব ভারত যুব আহলে সুন্নাত ওয়াল জামাত । উলেখ্য বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার নাগাদ মৃত্যু হয় । পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা তোফাজ্জল হোসেন হার্টের রোগী ছিলেন। কয়েকদিন যাবত অসুস্থও ছিলেন। আজ বিকেলে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক সাহেব, রাতাবাড়ী নিজামিয়া টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, সাধারণ সম্পাদক তথা মীরাবাড়ি টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ ড০ সৈয়দ আব্দুর নুর সাহেব, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ লস্কর সাহেব তিনি বলেন মওলানা তোফাজ্জল হোসেন সাহেবের মৃত্যুতে আহলেছুন্নত ওয়াল জমাতের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মত প্রকাশ করেন মওলানা ফয়েজ আহমেদ লস্কর সাহেব,কার্যকরী সভাপতি শাহসুফি মবরুর আহমদ ভাগাডরী সাহেব, উত্তর পূর্ব ভারত যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মৌলানা নাজির হোসেন নুরী, প্রচার সচিব মোস্তাফা আহমদ বড়ভূইয়া, হাইলাকান্দি আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মীরা,। জেলা ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন কমিটির সভাপতি মওলানা আখতার হোসেন লস্কর, সাধারণ সম্পাদক এস এ এম হাসান আহমেদ কবির সহসম্পাদক মোস্তাফা আহমেদ মজুমদার সহ অন্যান্যরা।
আহলে সুন্নাত ওয়াল জামাত ও যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তারা বলেন প্রয়াত মৌলানা তোফাজ্জল হোসেন সত্যিকারেরই একজন আশিকে রছুল ছিলেন।বিশেষ করে তার সুললিত কন্ঠে পরিবেশিত হামদ, নাত ও গজল ইসলাম প্রিয় মানুষের হৃদয় জয় করেছে। মাওলানা তোফাজ্জল হোসেন মাকে নিয়ে ,হৃদয় গ্রাহী ইসলামী ওয়াজের জন্য বিশ্ব-বাংলা ভাষা ভাষী সকলের কাছে নন্দিত । তার প্রতিটি কথা সকল মানুষকে সুনীতি বয়ে এনেছে।
উনার বয়ান থেকে মানুষ ইশকে রছুল (ছঃ) মহব্বত ও পিতা- মাতার গুরুত্ব সম্পর্কে অনেক কিছু জানতে পারতেন। তাই উনার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে।