শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঐক্যফ্রন্টের জনসভা আজ

জাগরণ ডেস্ক:

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১১:৩৮ এএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা আজ ।  বেলা ২টায় এ সমাবেশ শুরু হবে।  

সিলেট, চট্টগ্রামের পর রাজধানীতে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।  গতকাল রাতেই জনসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে।  দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন  কর্মী সমর্থকরা। 

এদিকে, সমাবেশের পরদিনই বেলা সাড়ে ১১টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ ঐক্যফ্রন্টের।  এই সংলাপে সাত দফার অন্যান্য ইস্যুর সঙ্গে সুনির্দিষ্টভাবে তিন প্রস্তাবের উপর গুরুত্ব দেওয়া হবে। 

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- খালেদা জিয়ার মুক্তি ও তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান। সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট গ্রহণ। নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় জাতীয় ঐক্যফ্রন্ট বা সংসদের বাইরের বিরোধী দলগুলো থেকে মন্ত্রী করে তাদের স্বরাষ্ট্র বা জনপ্রশাসনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বন্টনের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, সমাবেশ থেকে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।  সরকারকে আমাদের সাত দফা মানতে হবে।  না হলে তাদেরকে বাধ্য করা হবে। 

অপরদিকে, ঐক্যফ্রন্টের অপর শীর্ষ নেতা আ স ম আব্দুর রব বলেন, আমরা নতুন কর্মসূচি নিয়ে কথা বলবো।  সাত দফা মানতে সরকারকে বাধ্য করতে লং মার্চ, পদযাত্রার মত কর্মসূচি দেওয়ার চিন্তা রয়েছে।

গতকাল দুপুরে সমাবেশ মাঠ পরিদর্শন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, এই ৭ দফা জনগণের দাবি, জাতির দাবি, সেটা তারা তাদের উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করবে।