রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

হাতে প্লাকার্ড নিয়ে করজোড়ে পুলিশের আবেদন করোনাকে ভয় করুন

খান আরশাদ, রাজনগর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১০ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার | আপডেট: ০৯:১০ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার

 

 

এবার আর ডান্ডা হাতে নয় প্ল্যাকার্ড হাতে করজোড়ে রাজনগরের রাস্তায় নেমে জনসাধারণকে করোনা সম্বন্ধে সচেতন করল রাজনগর থানার পুলিশ। অকারণে সাধারণ মানুষ যাতে বাড়ির বাইরে না বের হন সেজন্য প্রথমে ডান্ডা হাতে নেমেছিল পুলিশ, পরে তাতে কাজ না হওয়ায় পুলিশ গান গাইলো, রাস্তায় ছবি এঁকেও বার্তা দেওয়া হল। কিন্তু তাতেও খুব একটা কাজ হল না। এবার বাধ্য হয়েই হাতে প্ল্যাকার্ড নিয়ে করজোড়ে রাস্তায় নেমে পড়ল পুলিশ । আমাদেরকে ভয় নয়, করোনা কে ভয় করুন। প্ল্যাকার্ড হাতে এই বার্তা নিয়ে রাজনগর থানার পুলিশ রাজনগরের বিভিন্ন রাস্তায় করজোড়ে সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করল। রাজনগরের চৌরাস্তা মোড়ে দেখা গেল এমনই ছবি। হাতজোড় করে সাধারণ মানুষের কাছে আবেদন রাখছেন রাজনগর থানার পুলিশরা, অকারণে যাতে বাড়ির বাইরে না বের হন। এখন দেখার এতেও মানুষ কতটা সচেতন হোন।