শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূম জেলার লোকপুর থানার উদ্যোগে দুঃস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

সেখ রিয়াজউদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার

 বীরভূম:

করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সমগ্র দেশের মানুষ, লকডাউনের প্রাক্কালে অসহায় ব্যাক্তিদের অবস্থা দৈনন্দিন খারাপের দিকে যাচ্ছে। সেই চিত্র সিভিক ভলিন্টিয়ার সহ পুলিশ আধিকারিকদের ও দৃষ্টি আকর্ষণ করে। লকডাউন সফলতার লক্ষ্যে প্রশাসন প্রথমে মাইকিং সচেতনতা বিষয়ক আলোচনা সভা করেন কিন্তু বিশেষ সফলতা না আসায় লাঠিচার্জ করতে ও পিছপা হননি। পাশাপাশি অসহায় দুঃস্থ ব্যাক্তিদের প্রতি ও মানবিকতার নজরদারি করে চলেছেন।সদ্য যোগদানকারী লোকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তথা ওসি রমেশ সাহা র প্রচেষ্টায় এলাকায় দেড়শত অসহায় দুঃস্থ ব্যাক্তিদের মধ্যে ত্রাণ বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়।আজ সন্ধ্যা নাগাদ সেই চিত্র দেখা গেল লোকপুর,আলিয়ট,আমলাকুড়ি,বামুনিবহাল প্রভৃতি এলাকায় লোকপুর থানার এ এস আই সুবোধ মুখার্জির তত্ত্বাবধানে গাড়ি ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে সিভিক ভলিন্টিয়ার রাজবুল,শোভন, রাকিবুল দের পাশাপাশি ত্রাণ বিতরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেখ আক্তার হোসেন, জহুর খাঁ প্রমুখ ব্যাক্তিবর্গ। উল্লেখ্য এদিনের ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ব্যাগপ্রতি পাঁচ কেজি চাল,আলু, পিঁয়াজ, সাবান সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সম্ভার। পুলিশ মারফত এধরনের সহায়তা পেয়ে স্বভাবতই প্রাপক সহ গ্রামবাসী সকলে পুলিশের মানবিকতার প্রশংসা করেন বিশেষ করে লকডাউন তথা এই দুরাবস্থা চলাকালীন এলাকায় খবরাখবর নেওয়া ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।