সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালদায়

করোনা মোকাবেলায় মানবিক উদ্যোগ,রহমান ফাউন্ডেশন ট্রাস্টের

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২২ পিএম, ১২ এপ্রিল ২০২০ রোববার

করোনা মোকাবেলায় মানবিক উদ্যোগ দেখা গেল মালদা শহরের পিরোজপুর (নর্থ) রহমানি ফাউন্ডেশন ট্রাস্টের। লক ডাউনে গৃহবন্দী  ৬নম্বর ওয়ার্ডের এলাকার ৭০০ প্রান্তিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারের জন্য এই খাদ্যসামগ্রীর তালিকায় ছিল ৫ কেজি চাল, একটি ডালের প্যাকেট, একটি সোয়াবিনের প্যাকেট ও একটি করে সাবান। রহমান ফাউন্ডেশন ট্রাস্টের কর্ণধার তথা চিকিৎসক ডঃ এম রহমান জানান, লকডাউনের ফলে বহু দিন আনি দিন খাই পরিবারের মানুষ আর্থিক অনটনে ভুগছেন। বাড়িতে মজুত খাদ্য সামগ্রীও শেষের দিকে। এই সময় তাদের পাশে দাঁড়ানোয় আমাদের লক্ষ্য। আমরা আজ ৬ নম্বর ওয়ার্ডকে বেছে নিয়েছি কারন এই এলাকায় রিক্সা চালক, টোটো চালক, সাটারিং মিস্ত্রি, রাজমিস্ত্রি, দরজির পেশায় ও হরিজনরা থাকেন। তারা প্রায় ২১ দিন ধরে বেকার। আমরা চাইছি মালদা শহরের অন্য ক্লাবগুলিকেও আমরা বলবো তারা যেন এভাবে মানুষের পাশে দাঁড়ায়। অপরদিকে ৬ নম্বর ওয়ার্ড কমিশনার শিপ্রা রায় ও মালদা জেলার শিল্পপতি উজ্জল সাহা এই মুহূর্ত কাজকে সাধুবাদ জানিয়েছেন ও মালদার বিভিন্ন সংগঠনের কাছে আবেদন জানিয়েছেন তারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ান।