শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাউল গানের মধ্য দিয়ে করোনা নিয়ে সচেতন করা হল বীরভূমের রাজনগরে

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪২ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার


বাউল গানের মধ্য দিয়ে করোনা সম্বন্ধে জনগণকে সচেতন করা হল বীরভূমের রাজনগরে। রাজনগর গ্রাম সহায় কেন্দ্র নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং রাজনগর থানার সহযোগিতায় রাজনগরের বিভিন্ন স্থানে বাউল গানের মধ্য দিয়ে জনগণকে সচেতন করা হল। বিশিষ্ট লোকসংগীত শিল্পী নারায়ণ কর্মকার তাঁর স্বরচিত বাউল গানের মধ্য দিয়ে জনগণকে সচেতন করলেন। বাড়ীর বাইরে অকারনে যাতে কেউ না বেরোন সে বিষয়ে জনসাধারণকে বার্তা দেন। উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি, পুলিশ আধিকারিক সন্তোষ কুমার জানা দীপঙ্কর দাস , রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সভাপতি শেখ রিয়াজউদ্দিন, সম্পাদক উত্তম মন্ডল, কোষাধ্যক্ষ প্রভাত দত্ত, কর্ণ দাস এবং রাজনগর থানার অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারগণ।