রাজনগর ব্লক তৃনমূলের ৫০ হাজার টাকা দান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩২ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
বীরভূমের রাজনগর ব্লক তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা দান করা হল। লকডাউন এর জেরে রাজ্যের সর্ব সাধারন মানুষ কম বেশি সমস্যার মধ্যে পড়েছেন। বহু অসহায় মানুষ আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। এই সব অসহায় মানুষদের সহায়তা দানের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একটি তহবিল গঠন করেছেন। রাজ্যের প্রতিটি স্তরের মানুষ মুখ্যমন্ত্রীর এই ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করছেন। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পঞ্চাশ হাজার টাকা দান করা হলো। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন সুকুমার সাধু জানান এই সময় রাজ্যের সঙ্কটময় অবস্থা। অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতেই রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ত্রাণ তহবিল গঠন করেছেন সেই ত্রাণ তহবিলে পঞ্চাশ হাজার টাকা দান করা হল। রাজনগরের দলীয় কার্যালয়ে এ কথা জানালেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সুকুমার সাধু। সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সজল গঁরাই, মহম্মদ শরীফ,বিদ্যুৎ ব্যানার্জ্জী, গাফফার খান, প্রানতোষ ওঝা, সেখ মানিক, সেখ কাবুল, সেখ নাজু সহ অন্যান্যরা।