শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে

গাড়ির চালকদের রান্না করা খাবার বিতরণ

জব্বার আলী ,ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫২ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার


  লকডাউনের জেরে বন্ধ সমস্ত শহরাঞ্চলের হোটেল থেকে নিয়ে লাইন হোটেল ধাবা। তবে বন্ধ নেই অত্যাবস্যকীয় পণ্য সামগ্রী বোঝাই লরি ও গাড়ি চলাচল। এছাড়াও ওষুধ সরবরাহকারী লরি মিলিয়ে প্রায় সবরকমের পন্যবাহক যানবাহন চলছে।  31 নম্বর জাতীয় সড়ক ধরে ।তবে হোটেল-রেস্তোরাঁ বা
ধাবা বন্ধ থাকায় এই পন্যবাহক যানবাহনের চালক খালাসী সহ কর্মচারীরা চরম সমস্যায় রয়েছেন। বিশেষ করে হোটেল ,ধাবা  রেস্তোরাঁ বন্ধ থাকায় দুবেলা খাবারের খোঁজে হন্যে হয়ে ফিরতে হচ্ছে লরির চালকদের। আর সেই লড়ি চালক ও খালাসীদের মুখে রান্না খাবার তুলে দিতে এগিয়ে এলো ভারত সেবাশ্রম সংঘের ইসলামপুর হিন্দু মিলন মন্দির। চন্দন শেঠের পরিচালনায় এদিন ইসলামপুরের আশ্রমপাড়া মোড়ে হিন্দু মিলন মন্দিরের সদস্যরা সাইকেলের টায়ার দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার বৃত্ত করে প্যাকেটে করে খিচুড়ি ও জলের বোতল তুলে দিলেন ৩১ নম্বর জাতীয় সড়কে চলাচলকারী লরি চালক খালাসীদের হাতে। করোনার জেরে যতদিন লকডাউন চলবে ততদিন এই রান্না খাবার  সরবরাহ করবেন বলে জানিয়েছেন সংস্থার অন্যতম কর্ণধার তথা ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী চন্দন শেঠ।