শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

গান গেয়ে করোনা সমন্ধে সচেতন করল রাজনগর থানার পুলিশ

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০১ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার

 

 

গান গেয়ে করোনা সম্বন্ধে জনগণকে সচেতন করল বীরভূমের রাজনগর থানার পুলিশ। করোনার জেরে শুরু হয়েছে লকডাউন। সাধারণ মানুষ বিনা কারণে বাড়ির বাইরে যাতে না বের হন সে ব্যাপারে সরকারিভাবে নির্দেশ জারি করা হয়েছে কিন্তু তা সত্বেও রাস্তাঘাটে, বাজারে মানুষের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। তাই গান গেয়ে জনগনকে করোনা সমন্ধে সচেতন করার চেষ্টা করা হলো রাজনগর থানার পক্ষ থেকে। রাজনগরের বিভিন্ন মোড়ে করোনা সম্পর্কে গান গেয়ে জনসাধারণকে সচেতন করলেন সিভিক ভলেন্টিয়ার পতিত পাবন কর্মকার। উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি, BMOH ডক্টর কুমারেশ ঘোষ, জয়েন্ট বিডিও শুভাশিস ভট্টাচার্য , পুলিশ আধিকারিক দীপঙ্কর দাস সহ অন্যান্য সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীরা।