লকডাউনে খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের পাশে "জলতরঙ্গ সোস্যাল গ্রুপ"।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩৪ পিএম, ৫ এপ্রিল ২০২০ রোববার
লকডাউনে খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের পাশে "জলতরঙ্গ সোস্যাল গ্রুপ"।
সংবাদ প্রতিবেদকঃ সাজ্জাদ হোসেন আহমেদ, শীতলখুচী, কোচবিহার, 5 এপ্রিল রবিবার।
লকডাউনে কর্মহীন মানুষ ঘরে বসে খাবারের অভাবে কঠিন জীবন যাপন করছেন। তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অসহায় দুঃস্থদের পাশে দাঁড়িয়ে খাবার সামগ্রী বিতরন করে তাদের কিছুটা স্বস্তি দেবার চেষ্টা করছেন। আজ রবিবার সকাল থেকেই শীতলখুচীর একটি স্বেচ্ছাসেবী সংস্থা "জলতরঙ্গ সোস্যাল গ্রুপ" খাবার সামগ্রী নিয়ে ছুটছেন গ্রাম থেকে গ্রামে। সংস্থার সম্পাদক আশিক রানা জানালেন, তারা দুকেজি চাল, একপোয়া ডাল,সোয়াবিন, এককেজি আলু, লবণ ও একটি সাবান এরকম প্যাকেট করেছেন, এলাকার দুঃস্থ এবং গরীব দেখে দেখে একশত দশটি পরিবারকে এই খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেবেন।