শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

L ওদলাবাড়িতে পঞ্চায়েতের মাধ্যমে মাক্স বিলি করল তৃণমূল কংগ্রেস

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৩ পিএম, ৫ এপ্রিল ২০২০ রোববার

ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও বহু মানুষ কে দেখা যাচ্ছে তারা মুখে মাক্স পরছে না। আর 

এতেই সংক্রমণের সম্ভাবনা বাড়তে পারে। তবে সমস্যাও রয়েছে। কারন বাজারে মাক্সের আকাল রয়েছে। যেসব দোকানে পাওয়া যাচ্ছে,  চড়া দামে বিক্রি হচ্ছে সেই সব মাক্স। 
সাধারন মানুষ যাতে বাজারে বের হলে মাক্স পরে বের হয় সেই জন্য রবিবার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কাপড়ের মাক্স বিলি করা হল। এদিন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সকল পঞ্চায়েত সদস্যকে ৫০০ করে মাক্স দেন মাল ব্লক তৃনমুল কংগ্রেস সভাপতি তমাল ঘোষ। তমাল বাবু বলেন এদিন সব ওয়ার্ডের পঞ্চায়েত সদস্যদের হাতে এই মাক্স তুলে দেওয়া হয়। যাতে পঞ্চায়েত সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় গ্রাম বাসিদের এই মাক্স বিলি করতে পারে। আর এতেই করোনা ভাইরাসের হাত থেকে  বাচা সম্ভব হবে। আগামিতে আরো মাক্স দেওয়া,হবে গ্রামের প্রত্যেক এলাকায়। 
এদিন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের থেকে এই মাক্স বিলি করেন তমাল বাবু।