চাবাগানে শ্রমিকদের আনাজপাতি দিল একাধিক সংস্থা।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩১ পিএম, ৫ এপ্রিল ২০২০ রোববার
মালবাজর
করোনা ভাইরাসের আতঙ্কে দেশ জুরে ১২ দিনে পড়লো লক ডাউন। আর এতে সমস্যায় পরেছে দিনআনা দিন খাওয়া মানুষেরা। কারন ১২ দিন ধরে চাবাগানের শ্রমিক পরিবারে কোন কাজ নেই।মজুরিও নেই, হাতে টাকাও নেই। তাই প্রতিদিন খাবার জোগার করাই মুশকিল হয়ে গেছে শ্রমিক পরিবার গুলোর। সরকারি র্যাশনে চাল আটা দিলেও আনাজপাতি ও অন্যান্য সামগ্রী তো লাগে। এই বিষয়ে সাহায্য করতে এগিয়ে এলো একাধিক সংস্থা
রবিবার আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে মালবাজার মহকুমার তুড়িবাড়ি এলাকায় চাল, আলু, সব্জি দেওয়া হল। এদিন আদিবাসী বিকাশ পরিষদের নেতা অমরদান বাকলা বলেন, এই শ্রমিকেরা খুব কষ্টে আছে। তাই তাদের কিছু খাবার আজ তুলে দেওয়া হল। আমরা বিভিন্ন এলাকায় ঘুরেঘুরে এই ভাবেই বিভিন্ন শ্রমিকদের খাবার দেব। যাতে শ্রমিকেরা কম পক্ষে এক সপ্তাহ এই খাবার খেয়ে থাকতে পারে।
অন্য দিকে ওদলাবাড়ি ডিপো পড়ার ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে এদিন মানাবাড়ির চাবাগান এলাকায় এবং ডিপো পারা এলাকায় চাল, আলু সব্জি দেওয়া হয়। যারা খুব গরীব সেইসব মানুষদের আজ সারাদিন তারা এই খাবার পৌছে দেন। ক্লাবের সদস্যরা নিজেরাই টাকা দিয়ে গরীব মানুষদের জন্য এই খাবার কেনেন। প্রতি সপ্তাহে এক বার করে এরকম খাবার শ্রমিক এবং গরীব মানুষদের দেওয়া হবে বলে ক্লাবের কর্ম কর্তারা জানিয়েছেন।