মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

একে তো যথেষ্ট পরিমাণ সরঞ্জাম-ঔষধ নেই, তার উপর এত লোকসংখ্যা!

মুহাম্মদ জিকরাউল হক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩০ পিএম, ৫ এপ্রিল ২০২০ রোববার

একে তো যথেষ্ট পরিমাণ সরঞ্জাম-ঔষধ নেই, তার উপর এত লোকসংখ্যা! আমার মনে হয়, কোন মুসলিম করোনায় আক্রান্ত হলে তার চিকিৎসা হবে না। ডাক্তার বা নার্সরা চিকিৎসা করবেন না। কারণ তাঁরা মুসলিমদের ঘৃণা করেন। এই ঘৃণা করতে শিখিয়েছে মিডিয়া।
এর জন্য আমরাও অনেকটা দায়ী। খেয়ে- না খেয়ে, বুঝে- না বুঝে, অল্প বুদ্ধি নিয়ে- মোটামুটি বুদ্ধি নিয়ে, সমালোচনা করার যোগ্যতা থাক বা না থাক, সারা ফেসবুক জুড়ে দিনের পর দিন শুধু মোদি ও বিজেপির সমালোচনা করে চলেছি।

এই সমালোচনা করতে গিয়ে আমরা মনের অজান্তেই সমস্ত হিন্দুকে মোদি ও বিজেপির সমর্থক ভেবে বসে আছি।হিন্দুদের মধ্যেও অনেকে যারা মোদি ও বিজেপি  বিরোধী ছিলেন , আমাদের অহেতুক সমালোচনার কারণে তাঁরাও এক এক করে ঝুঁকে পড়ছেন মোদি ও বিজেপির দিকে।

একজন চা ওয়ালা , নিজের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে , অনেক ঝড়-ঝাপটা সামলে , অনেক পরিকল্পনা করে, অর্থ- সময় ব্যয় করে, দেশের কোটি কোটি মানুষকে একত্রিত করে আজ প্রধানমন্ত্রীর আসনে আসীন। যাঁর একটি মাত্র কথায় দেশের কোটি কোটি মানুষ, কোন মঙ্গল হবে না জেনেও, থালা বাজাতে বা মোমবাতি জ্বালাতে এক পায়ে খাঁড়া। বরং আমাদের অহেতুক বিরোধীতাই তাদেরকে এইসব অবৈজ্ঞানিক কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করে চলেছে।
আমরা কি নিজেদেরকে জিজ্ঞেস করে দেখেছি, কী এমন কাজ আমরা সমাজের জন্য এ পর্যন্ত করে ফেলেছি যে মানুষ আমাদের কথা শুনবে? কী এমন কাজ? শুধু শুধু বাড়িতে বসে মোবাইলে মোদি ও বিজেপি বিরোধী পোস্ট করা ছাড়া? আসুন, অহেতুক বিরোধিতা বন্ধ করুন। 
     -- মুহাম্মদ

একে তো যথেষ্ট পরিমাণ সরঞ্জাম-ঔষধ নেই, তার উপর এত লোকসংখ্যা! আমার মনে হয়, কোন মুসলিম করোনায় আক্রান্ত হলে তার চিকিৎসা হবে না। ডাক্তার বা নার্সরা চিকিৎসা করবেন না। কারণ তাঁরা মুসলিমদের ঘৃণা করেন। এই ঘৃণা করতে শিখিয়েছে মিডিয়া।
এর জন্য আমরাও অনেকটা দায়ী। খেয়ে- না খেয়ে, বুঝে- না বুঝে, অল্প বুদ্ধি নিয়ে- মোটামুটি বুদ্ধি নিয়ে, সমালোচনা করার যোগ্যতা থাক বা না থাক, সারা ফেসবুক জুড়ে দিনের পর দিন শুধু মোদি ও বিজেপির সমালোচনা করে চলেছি।

এই সমালোচনা করতে গিয়ে আমরা মনের অজান্তেই সমস্ত হিন্দুকে মোদি ও বিজেপির সমর্থক ভেবে বসে আছি।হিন্দুদের মধ্যেও অনেকে যারা মোদি ও বিজেপি  বিরোধী ছিলেন , আমাদের অহেতুক সমালোচনার কারণে তাঁরাও এক এক করে ঝুঁকে পড়ছেন মোদি ও বিজেপির দিকে।

একজন চা ওয়ালা , নিজের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে , অনেক ঝড়-ঝাপটা সামলে , অনেক পরিকল্পনা করে, অর্থ- সময় ব্যয় করে, দেশের কোটি কোটি মানুষকে একত্রিত করে আজ প্রধানমন্ত্রীর আসনে আসীন। যাঁর একটি মাত্র কথায় দেশের কোটি কোটি মানুষ, কোন মঙ্গল হবে না জেনেও, থালা বাজাতে বা মোমবাতি জ্বালাতে এক পায়ে খাঁড়া। বরং আমাদের অহেতুক বিরোধীতাই তাদেরকে এইসব অবৈজ্ঞানিক কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করে চলেছে।
আমরা কি নিজেদেরকে জিজ্ঞেস করে দেখেছি, কী এমন কাজ আমরা সমাজের জন্য এ পর্যন্ত করে ফেলেছি যে মানুষ আমাদের কথা শুনবে? কী এমন কাজ? শুধু শুধু বাড়িতে বসে মোবাইলে মোদি ও বিজেপি বিরোধী পোস্ট করা ছাড়া? আসুন, অহেতুক বিরোধিতা বন্ধ করুন। 
     -- মুহাম্মদ জিকরাউল হক।

হক।