শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশে লকডাউন,মালদায় দুস্থ পরিবারের মুখে হাসি ফোটালেন লক্ষ্মী গুহ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার

মালদা:

করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে লকডাউন। ভাইরাস মোকাবিলায় লকডাউন পরিস্থিতি মালদা জেলাতেও। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে গরীব মানুষেরা।
 তাদের দুর্দশা দেখে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৫০০ জন দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন স্থানীয় এক বিশিষ্ট সমাজসেবী তথা আই এন টি ইউ সির  জেলা সভাপতি লক্ষ্মী গুহ।মালদা শহরের রথবাড়ি এলাকায় প্রায় ৫০০ জন দুঃস্থ মানুষের হাতে চাল,ডাল,আলু  তুলে দেওয়া হয়।সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রাস্তার উপর সাদা রং দিয়ে দাগ কেটে দেওয়া হয়। এরপর স্যানিটাইজার দিয়ে প্রত্যেক মানুষের হাত ধুয়ে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
  বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মী গুহ সংবাদমাধ্যমকে জানান সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক চলছে। এর মোকাবিলা করার জন্য সারাদেশের সাথে মালদা জেলাতেও লকডাউন পরিস্থিতি চলছে। এরফলে বাজার হাট ও দোকানপাট বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে গরিব মানুষের। তাই তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে প্রায় ৫০০ জন গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। আগামী দিনে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।