সাতসকালে লকডাউন ভেঙে হাতি দেখতে ছুটলো হাজার মানুষ কুমলাইত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার
মালবাজার,
সাতসকালে লকডাউন ভেঙে হাতি দেখতে ছুটলো কয়েক হাজার মানুষ। ঘটনাটি মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানাগেছে, বুধবার সাত সকালে এক বুনো দাঁতাল আপালচাদ বনাঞ্চল থেকে বেরিয়ে কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার নিজামবাড়ি ও নেপুছাপুর বস্তিতে হানা দেয়। এদিক ওদিক তান্ডব শুরু করে। সাতসকালে ঘুম থেকে উঠে হাতি দেখে হতচকিত হয়ে যায় বস্তিবাসী। সবাই হাতি তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। খবর পেয়ে বহু মানুষ হাতি দেখতে ভিড় করে। কেউ কেউ হাতিকে ঢিল মেরে বিরক্ত করা শুরু করে। পাল্টা বুনো দাঁতাল মানুষের ঘর ভেঙে ফসলের ক্ষেত নষ্ট করতে থাকে। খবর পেয়ে মালবাজার থেকে ঘটনা স্থলে ছুটে যায় বন্যপ্রান শাখার মাল স্কোয়াডের কর্মীরা। তারা হাতিটিকে তাড়িয়ে বনে ফেরত পাঠাতে তৎপর হয়ে। হাতি তাড়া খেয়ে নেপুছাপুর চাবাগানে চলে আসে। কয়েক ঘন্টা এভাবেই চলে।
স্থানীয় পরিবেশ প্রেমী দেবাশীষ দেবনাথ বলেন, সম্ভবত হাতিটি অসুস্থ ও একটা চোখ নষ্ট আছে। এভাবে বিরক্ত করা উচিত নয়।
পরে হাতিটিকে বনে ফেরত পাঠাতে কুনকি হাতি আনা হয়। মাল বন্যপ্রান শাখার রেঞ্জার বিভুতি ভুষন দাস বলেন, আমরা পর্যবেক্ষণ করছি। মানুষের ভীড় কমলেই বনে ফিরিয়ে দেব।
দুফুর পর্যন্ত হাতিটি নেপুছাপুর এলাকায় ঘুরতে দেখা গেছে।