পুলিশের দ্বারা সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে সোচ্চার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার
হেডিংঃ- পুলিশের দ্বারা সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে সোচ্চার ডুয়ার্সের বিভিন্ন মহল।
সংবাদদাতা,মালবাজার,১এপ্রিল। মঙ্গলবার সন্ধ্যায় বাতাবাড়ি ফার্মের কাছে কর্তব্যরত সাংবাদিক রহিদুল ইসলামকে বেধড়ক ঠেঙায় টহল রত এক পুলিশ কনেস্টেবল। এই খবর ছড়িয়ে পড়তেই ডুয়ার্সে চাঞ্চল্য সৃষ্ঠি হয়। প্রতিবাদে সোচ্চার হয় বিভিন্ন মহল। বুধবার সকালে ওদলাবাড়ির স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাচার এন্ড এডভেঞ্চারের সম্পাদক সুজিত দাস বলেন, এটা অমানবিক কাজ। সাংবাদিকের কোন অন্যায় থাকলে আইনানুগ ব্যবস্থা নিক। প্রকাশ্য রাস্তায় এভাবে মারধর অনৈতিক ও বেআইনি। ওই কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের কাছে স্মারক লিপি দিয়েছি। ব্যবস্থা না হলে পরবর্তী পদক্ষেপ নেব।
মালের পরিবেশ প্রেমী সংস্থা মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশনের সম্পাদক স্বরুপ মিত্র বলেন, রহিদুলদা একজন ভদ্র ও আলাপি মানুষ। তাকে মারধর মানা যায় না। আমারা জেলা পুলিশ সুপারের কাছে ব্যবস্থা নিতে আবেদন জানিয়ে স্মারক লিপি দেব।
একই রকম ভাবে চালসা, মেটেলি, নাগরাকাটা এলাকার বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে।রহিদুল বাবু ইতিমধ্যেই মেটেলি থানায় ও মহকুমা পুলিশ আধিকারিককে লিখিত ভাবে অভিযোগ করেছেন।
অন্যদিকে পুলিশের এক সুত্র থেকে জানাগেছে, অনিল দাস নামের ওই পুলিশ কনস্টেবলকে ইতিমধ্যে ক্লোজড করা হয়েছে।