শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পৌরসভার উদ্যোগ

প্রতিটি ওয়ার্ডে গভমেন্ট রিলিফ বিতরণ শীঘ্রই

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার

সাংবাদিক সম্মেলনে পৌরপতি কানাইলাল আগরওয়াল

সাংবাদিক সম্মেলনে পৌরপতি কানাইলাল আগরওয়াল

জব্বার আলী ও দীপঙ্কর দে, ইসলামপুর ৩১ মার্চ : ইসলামপুর পুরসভার মেয়াদের শেষ বোর্ড মিটিংয়ে করোনা প্রভাব বর্তমান। ইসলামপুর পুরসভার ১৭টি ওয়ার্ডে স্পেশাল জিআর সহ খাদ্য সামগ্রী বন্টনের সিদ্ধান্ত পুরচেয়ারম্যানের। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, এপ্রিল মাসেই ইসলামপুর পুরসভার মেয়াদ শেষ হতে চলেছে। মেয়াদ শেষের আগে শেষ বোর্ড মিটিংয়ে বোর্ড অব আকাউন্টসের পাশাপশি করোনা মোকাবিলায় আলোচনা করে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সামাজিক দূরত্ব বজায় রাখতে ইসলামপুর কোর্ট ময়দানে সবজি, মাছ, মাংস, ফল সহ নিত্য সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্পেশাল জিআর হিসাবে ১০০ কুইন্টাল চাল বরাদ্দ হয়েছে। পাশাপশি প্রতি ওয়ার্ডের কাউন্সিলরকে ১৫ হাজার টাকা দেওয়া হচ্ছে ডাল, আলু ও সাবান কেনার জন্য। ওই বরাদ্দ পেয়ে গেলেই প্রতি ওয়ার্ডে ১০০ পরিবার যারা দিনমজুর শ্রেণীর মানুষ রয়েছেন তাঁদের মধ্যে ৫ কিলো চাল, এক কেজি ডাল, এক কেজি আলু ও একটি সাবান বন্টন করার সিদ্ধান্ত নিয়েছি।