কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার সঞ্চিত অর্থ থেকে কুড়ি লক্ষ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:০৮ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
কল্যাণী:
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঞ্চিত অর্থ থেকে কুড়ি লক্ষ টাকা এবং প্রথম পর্বের সংগ্রহে উঠলো আড়াই লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার মহৎ উদ্যোগ।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক গৌতম পালের উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রথম পর্বের সংগ্রহে উঠলো আড়াই লক্ষ টাকা। গত বৃহস্পতিবার সহ উপাচার্য এক আবেদনে মহামারী করোনা মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমহল, শিক্ষাকর্মী বন্ধু, আধিকারিকদের কাছে থেকে উপার্জনের এক দিনের বেতন অথবা সাধ্যমত সাহায্য করার জন্য সম্মতি চান। এই আবেদনের ভিত্তিতে ইমেইল মারফত বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরে সম্মতি পাঠিয়েও দেন অনেকেই। আর তাতেই প্রথম পর্বে ত্রান তহবিলে জমা হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা। উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্তরের সদস্যরাই মহামারী করোনা মোকাবেলায় যে যার সাধ্য মতো এগিয়ে আসেন। শেষ খবর পাওয়া গেছে, প্রথম পর্বে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে উঠেছে আড়াই লক্ষ টাকা, পরবর্তীতে এই ত্রাণ তহবিলে অর্থের পরিমাণ বাড়বে বলে আভাস পাওয়া যাচ্ছে।
সূত্রের খবর, আগামীকাল সহ-উপাচার্য গৌতম পাল সংগৃহীত টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করবেন। এদিকে বিশেষ সূত্রমতে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের সঞ্চিত অর্থ থেকে কুড়ি লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে দান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।