লকডাউনের ফলে বীরভূম জেলার লোকপুর এলাকা জনমানবশূন্য
সেখ রিয়াজউদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩২ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার
বীরভূম:
সমগ্র দেশে লাগু হয়েছে লকডাউন, প্রথম দিকে জনগণের কাছে সেরকম সাড়া জাগানো যায়নি। কতিপয় পরিবার গৃহবন্দি হলে ও বেশিরভাগ মানুষ জমায়েত করতে অভ্যস্ত হাটে বাজারে।পুলিশ প্রশাসন সহ স্থানীয় ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচারে ও তেমন গুরুত্ব না পেয়ে গতকাল শনিবার বীরভূম জেলার লোকপুর হাটে ব্যাপক জমায়েত হয়, এর ফলে স্থানীয় ক্লাব সহ বহু মানুষ প্রশাসন ও হাট মালিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরক্ষনেই লোকপুর থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি এসে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে হটিয়ে দেয়। সেই ঘটনার পর থেকে লোকপুর এলাকা আজ জনমানবশূন্য যাহা লকডাউন সফলতার লক্ষণ বলা যেতে পারে।