করোনা ভাইরাস রোধে সরকারি নির্দেশ সহ সামাজিক কর্তব্য পালনের বার্ত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩০ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার
বীরভূম:
সমগ্র বিশ্ব আজ করোনা ভাইরাসের কারণে চিন্তিত, সেই সঙ্গে আমাদের দেশে ও সরকারি নির্দেশে শুরু হয়েছে লকডাউন। এই মুহূর্তে ভক্তবৃন্দ সহ সমস্ত স্তরের মানুষের কাছে সাবধানতা অবলম্বন এবং সরকারি নির্দেশ মোতাবেক গৃহবন্দি তথা আইন কে মান্যতা দেওয়া।এরোগের কোনো ঔষধ নাই তাই নিজেকে গৃহবন্দি রাখা, জমায়েত না করা ইত্যাদি বিধিনিষেধ পালন করা। মসজিদে আজান, নামাজ হোক কিন্তু বড় জামাত না করে,নিজ নিজ বাড়িতে নামাজ আদায় করার আহ্বান জানান।নিজে বাঁচুন অপরকে বাঁচান সর্বপরি দেশ বাঁচান, প্রশাসন, স্বাস্থ্য কর্মী সহ সরকারি কাজে সকলকে সহযোগিতা করতে বলেন এক সাক্ষাৎকারে সেই কথা শোনান বীরভূম জেলার খানকাহ এ বোখারিয়া গাইসাড়া শরীফ থেকে সাহেবে সাজ্জাদা নায়েবে গদ্দিনসিন হুজুর সাইফে মিল্লাত সৈয়দ মহম্মদ সাইফুল হোসেন বোখারী।