শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ললকডাউন কার্যকর করতে টহলদারী করলেন বিধায়ক পুলিশ ও স্বাস্থ্

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার

মালবাজার,

করোনা ভাইরাস আতংকের জেরে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। বার বার মাইকে ঘোষণা করে বাড়িতে থাকতে বলা হচ্ছে। কিন্তু, অনেকেই মানছে না। কেউ কেউ দল বেঁধে ক্রিকেট খেলছে। কেউ আবার সঙ্গী জুটিয়ে নদীর পাড়ে বসে তাস খেলছে। অনেকে আবার দলবেঁধে নদীতে মাছ ধরতে শুরু করেছে। বাধ্য হয়ে মানুষদের ঘর মুখী করতে টহলদারীতে নামলেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা ও নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন সহ পুলিশ কর্মীরা।  তাদের সাথে ছিলেন স্বাস্থ্য কর্মীরা।বিধায়ক নাগরাকাটা ব্লকের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরান। যারা এভাবে বাইরে ছিলেন তাদের বুঝিয়ে বাড়িতে পাঠান। 
এই টহলদারী সত্বেও লুকসান বাজার এলাকার মাঠে কিছু ছেলে ক্রিকেট খেলছিল। স্থানীয় কিছু মহিলা ওই ছেলেদের নিষেধ করলে মহিলাদের ঢিল মারে বলে অভিযোগ। পরে বুঝিয়ে তাদের বাড়ি পাঠানো হয়।