শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক টুঙ্গিদিঘী অভিনব উদোগ ব্যবসায়ী

শঙ্কর গুপ্ত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার

উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক টুঙ্গিদিঘী অভিনব উদোগ একজন দোকান মালিক উৎপল দাস, টুঙ্গিদিঘী মাকেট বহু দিন থেকে তিনি কাঠের আসবাবপত্র ও কাচের কাজ করেন এই দোকানেই কমরত ছিলেন ৩০ জন শ্রমিক  করোণা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে, কেন্দ্র সরকার ও রাজ্য সরকার একাধিক পদক্ষেপ সচেতনতা মূলক প্রচার তারপর লক ডাউন, কাযত মাথায় হাত ব্যবসায়ী উৎপল দাসের তার দোকানেই ৩০ জন শ্রমিক কাজ করতেন এমত অবস্থায় দোকান বন্ধ নেই কাজ এমনই কিছু শ্রমিক আছেন যারা আগে রোজ কাজ করে টাকা নিয়ে  তারপর বাজার করেই, বাড়ি ফিরত রান্নার উনুন জলতো দুমুঠো খেয়ে বেচে থাকতেন কাজ করেই চলত সংসার ছেলে মেয়েদের পড়াশোনা কয়েকদিন লক ডাউন কাযত দিশেহারা হয়ে পড়ে , এমত অবস্থা দেখে টুঙ্গিদিঘী  দোকান মালিক উৎপল দাস ৩০ জন শ্রমিক ২৫ কেজি করে চাল , 2 কেজি তৈল ৩  কেজি আলু , ডাল ২ কেজি লবণ দিলেন। এছাড়াও দিলেন মুড়ি ৫ কেজি করে, তিনি শ্রমিক দের পরিবার গুলো পাশাপাশি সকল কেই বাড়িতে থাকার বাতা দেন সুস্থ নিরাপদে থাকার কথা বলেন ,এছাড়া শ্রমিক পরিবার ও টুঙ্গিদিঘী কমরত পুলিশ কমী সুবীর দক্ত ও জনগন উৎপল দাস কে ধন্যবাদ জানিয়েছেন আগামী দিন গুলোতে সবাই একত্রিত হয়ে শ্রমিক দিনমুজুর গরীব মানুষ গুলো পাশে থাকবেন সকলেই।