বীরভূমের লোকপুরে হাট ঘিরে জনসমাগম, পুলিশের লাঠিচার্জ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
বীরভূমের লোকপুরে হাট ঘিরে জনসমাগম, পুলিশের লাঠিচার্জ
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: লকডাউন ঘোষিত সরকারি নির্দেশ কে মূলত অমান্য করে বীরভূমের লোকপুরে আজ সকাল থেকে হাট বসতে শুরু করে। নীতি বহির্ভূত ভাবে বা সরকারি নির্দেশ না মেনে জনসমাগম ঘটে, দূরত্ব বজায় রাখার থেকে প্রান খোলে মুক্তমনে বাজারে সবাই সবজি কিনতে ব্যাতিব্যাস্ত।এ চিত্র দেখে স্থানীয় ক্লাব সহ বহু মানুষ প্রশাসন এবং হাট মালিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরক্ষনেই লোকপুর থানার পুলিশের হস্তক্ষেপে এবং লাঠিচার্জে এলাকা ছত্রভঙ্গ করা হয়। দূরত্ব বজায় রেখে গন্ডিতে অপেক্ষারত অবস্থায় কেনাকাটার কথা বলা হলেও আজ শনিবার সমস্ত নিয়ম গুলিয়ে একাকার হবার ফলে পুলিশের লাঠিচার্জ। বাড়িতে গৃহবন্দি অবস্থায় বা বাড়ির ছাদে অনেকেই আজকের দৃশ্য দেখে স্বভাবতই অনেকে আনন্দ এবং লকডাউন সফল করতে এটাই দরকার বলে মন্তব্য করেন।
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: লকডাউন ঘোষিত সরকারিমান্য করে বীরভূমের লোকপুরে আজ সকাল থেকে হাট বসতে শুরু করে। নীতি বহির্ভূত ভাবে বা সরকারি নির্দেশ না মেনে জনসমাগম ঘটে, দূরত্ব বজায় রাখার থেকে প্রান খোলে মুক্তমনে বাজারে সবাই সবজি কিনতে ব্যাতিব্যাস্ত।এ চিত্র দেখে স্থানীয় ক্লাব সহ বহু মানুষ প্রশাসন এবং হাট মালিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরক্ষনেই লোকপুর থানার পুলিশের হস্তক্ষেপে এবং লাঠিচার্জে এলাকা ছত্রভঙ্গ করা হয়। দূরত্ব বজায় রেখে গন্ডিতে অপেক্ষারত অবস্থায় কেনাকাটার কথা বলা হলেও আজ শনিবার সমস্ত নিয়ম গুলিয়ে একাকার হবার ফলে পুলিশের লাঠিচার্জ। বাড়িতে গৃহবন্দি অবস্থায় বা বাড়ির ছাদে অনেকেই আজকের দৃশ্য দেখে স্বভাবতই অনেকে আনন্দ এবং লকডাউন সফল করতে এটাই দরকার বলে মন্তব্য করেন।