শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূমের নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হাটের নিয়ন্ত্রণ

সেখ রিয়াজউদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৪ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার

বীরভূম:

"হাট বসেছে শুক্রবারে-পঞ্চায়েতের ধারে ধারে"- হ্যাঁ, কথাটা কবির ছন্দে ধার করে বসানো। বীরভূম জেলার খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন পঞ্চায়েতের নির্দিষ্ট জায়গায় হাট বসে প্রতি মঙ্গলবার ও শুক্রবার কিন্তু এবার হাট বসানোর ধরন অন্যরকম অর্থাৎ রাস্তার দুই ধারে লম্বা লাইন আকারে। বিবরণে প্রকাশ পঞ্চায়েত কর্তৃক ব্যাবসায়ীদের বসার জন্য স্থায়ী শেড তৈরী করা হয়েছে কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কে তথা সরকারি নির্দেশ মোতাবেক পারস্পরিক নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য ব্যাবসায়ীদের যেমন ছড়িয়ে ছিটিয়ে বসানো হচ্ছে গন্ডি বেঁধে, তেমনি খরিদ্দারের ও দূরত্ব বজায় রেখে গন্ডিতে অপেক্ষারত অবস্থায় কেনাকাটায় সহযোগিতা করেছেন স্থানীয় নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কতিপয় ব্যক্তি। উল্লেখ্য নাকড়াকোন্দা পঞ্চায়েত এলাকার মধ্যে এখানে সপ্তাহে দুদিন ব্যাতিত সবজি বাজার অন্য কোথাও নেই, যার জন্য অন্য এলাকায় যেতে হয়। সেই সমস্যার কথা ভেবে পঞ্চায়েতের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে,সহযোগিতায় প্রধান ভূমিকা পালন কারি কাঞ্চন কুমার দে এক সাক্ষাৎকারে জানান সরকারি নিয়মমাফিক মেনে আজকের হাট বাজার নিয়ন্ত্রণ করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে, যেন ব্যাবসায়ীদের বা ক্রেতাদের কোন অসুবিধা না, প্রশাসনিক দিকটা ও  বজায় রাখতে এই পদক্ষেপ।