শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লকডাউনেও পৌর পরিসেবা জারি মালবাজারে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৪ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার

হেডিংঃ- লকডাউনেও পৌর পরিসেবা জারি মালবাজারে। 
সংবাদদাতা,মালবাজার,২৭মার্চ। লকডাউনের মাঝেও যাবতীয় পৌর পরিসেবা জারি রাখলো মালবাজার পৌরসভা।শুক্রবার সকালে দেখা গেল অন্যান্য দিনের মতো পৌরসভার সাফাই কর্মীরা রীতিমতো জঞ্জাল সাফাই করেছে। জমা জঞ্জাল তুলে নিয়ে গেছে।পানীয়জল পরিসেবা স্বাভাবিক ছিল। বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র মানুষের কাছে র‍্যাশানের চাল আটা ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে। দুটি অস্থায়ী বাজার বসিয়ে মানুষের চাহিদা পূরনের চেষ্টা চালানো হচ্ছে। মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা জানান, এখন দেশ ব্যাপী লকডাউন চলছে। মানুষকে বাড়িতে থাকতে বলা হয়েছে। মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য বাড়িতে বাজার সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দরিদ্র সীমার নিচে বসবাস কারী দের বাড়িতে জি আর পৌঁছে দেওয়া চলছে। এই সময় জঞ্জাল সাফাই অত্যন্ত জরুরি। জমা জঞ্জাল থেকে অন্য রোগ হতে পারে।পরিসেবা স্বাভাবিক রাখতে চেষ্টা চালানো হচ্ছে।