শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্দেশ উপেক্ষা করে রমরমিয়ে বসলো হাট প্রশাসনের হস্তক্ষেপে

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৮ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার

মালবাজার,

সরকারী নির্দেশ ও গ্রাম পঞ্চায়েতের ঘোষনাকে উপেক্ষা করে শুক্রবার সকালে রমরমিয়ে  হাট বসল মৌলানীতে।মাল ব্লকের মৌলানী গ্রাম পঞ্চায়েতের এই হাট,প্রতি শুক্রবার জমজমাট হাট হয়।করোনা ভাইরাসের আক্রমনকে ঠেকাতে রাজ্য সরকার জমায়েত নিষিদ্ধ করে। পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করে হাট নিষিদ্ধ ঘোষণা করা হয়। কারন হাটে প্রচুর লোকজন আসে। গাদাগাদি অবস্থা সৃষ্ঠি হয়    । বর্তমান সময়ে যখন সামাজিক দুরত্ব বজায় রাখার কথা সেখানে হাট বসে।      মৌলানিতে হাট বসেছে এই খবর শুনে অত্যন্ত ক্ষুব্ধ হন প্রশাসনের কর্তারা। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ,দেন।প্রধান খুকুমনি রায় ও এলাকার নাগরিক প্রভাত সেন জানান যে,গত সোমবার ২৩ শে,মার্চ গ্রাম পঞ্চায়েতে সভা,করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সোমবার ও শুক্রবার কোন হাট হবে না।এই সিদ্ধান্ত তারা,মাইকিং করে এলাকায় জানিয়ে দিয়েছিলেন।কিন্তু ব্যবসায়ীরা,বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি হাট বসিয়ে দেয়।পরে ব্যবসায়ীদের অনুরোধ করলে হাট বন্ধ হয়ে যায়। বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাট বসবে না। 
এবিষয়ে মাল মহকুমা শাসক শান্তুনু বালা বলেন, হাট বসেছে এই খবর পাওয়া মাত্র পঞ্চায়েত প্রধানকে হাট বন্ধ করতে বলা হয়। প্রধান হাট বন্ধ করার ব্যবস্থা নেয়। মাত্র ঘন্টা দুই হাট হয়। "
বর্তমান সময়ে পরস্পর দুরত্ব বজায় রেখে চলার কথা বার বার বলা হচ্ছে তা সত্ত্বেও কিভাবে কার অনুমতিতে  এই হাট বসলো?  এনিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।