সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডামডিম সেনা ছাউনি এলাকা থেকে উদ্ধার পুরুষ চিতাবাঘ

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

মালবাজার,

চারিদিকে যখন করোনা আতংকে লকডাউন চলছে সেই সময় বৃহস্পতিবার সকালে মাল ব্লকের ডামডিম সেনা ছাউনি এলাকা থেকে উদ্ধার হলো এক পুর্ন বয়স্ক পুরুষ চিতা। ডামডিম সেনাছাউনি যেখানে অবস্থিত সেখানে সাবেক কাল থেকে বাঘের উপদ্রব ছিল। সেনাছাউনি হওয়ার পর আর বাঘের দেখা পাওয়া যায়নি। তবে সম্প্রতিকালে ওই এলাকায় চিতাবাঘের উপদ্রব শুরু হয়েছে। চিতাবাঘ ধরতে বনবিভাগ খাঁচা পেতে ছিল। সেই খাঁচাতে বৃহস্পতিবার সকালে আটকা পড়ে এক বিরাটকায় পুরুষ চিতা। খবর পেয়ে সকালেই চিতাবাঘটিকে উদ্ধার করে বনকর্মীরা। মাল বন্যপ্রান শাখার রেঞ্জার বিভুতি ভুষন দাস বলেন, ওটি পুর্ন বয়স্ক পুরুষ চিতাবাঘ ছিল। সম্পুর্ন সুস্থ থাকায় সেটিকে বনাঞ্চলে ছেরে দেওয়া হয়েছে। 
উল্লেখ্য, ওই এলাকা থেকে এর আগে দুটি চিতাবাঘ উদ্ধার করে বনকর্মীরা।