শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অঙ্গনঅওয়াড়ি কেন্দ্রে খাদ্যসামগ্রী কম দেওয়ার অভিযোগ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১২ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

 করোনা ভাইরাসের আতংকে ইতিমধ্যেই গোটা দেশে লক ডাউন ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি ও শিশুশিক্ষা কেন্দ্র গুলিতে আগেই বন্ধ ঘোষণা করা হয়েছিল। স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা ছিল। বন্ধ হওয়ার কারনে স্কুলে বা কেন্দ্রে খাওয়ানো সম্ভব নয়। এজন্য রাজ্যে সরকার সংশ্লিষ্ট স্কুল ও কেন্দ্র গুলিকে নির্দেশ দিয়ে জানায় ছাত্র পিছু ২কেজি চাল ও ২কেজি আলু দিতে হবে। অবিভাবকরা স্কুল ও কেন্দ্র গুলি থেকে নিয়ে যাবে। স্থানীয় বহু স্কুল ও কেন্দ্রে এই ভাবে দেওয়া হয়েছে। কিন্তু, বুধবার মালবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ কলোনির হ্যাপি চেম্বার ক্লাবে চলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী কম দেওয়ার অভিযোগ ওঠে। এতেই স্থানীয় অবিভাবকদের সাথে কেন্দ্রের দুই কর্মীর বচসা হয়। 
স্থানীয় বাসিন্দা সোমনাথ দত্ত বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী ২ কেজি চাল ও ২ কেজি আলু দেওয়ার কথা। কিন্তু, দেখ যাচ্ছে ১ কেজি চাল সুধু দেওয়া হচ্ছে। আলু দিচ্ছে না। এনিয়ে বলতে গেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুই মহিলা কর্মী অবিভাবকদের সাথে ঝগড়া করে। পরে বিষয়টি সিডিপিওকে জানানো হয়। এই কেন্দ্রে আগেও এরকম সমস্যা হয়েছে।    
কেন্দ্রের এক কর্মী জানান, আমরা যা পেয়েছি তাই ভাগ করে দিয়েছি। 
বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে মালের শিশু বিকাশ প্রকল্প আধিকারিক দেবাশীষ চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখছি। সেরকম হলে ব্যবস্থা নেওয়া হবে।