শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লকডাউন প্রচার ও এলাকা পরিদর্শনে বীরভূমের খয়রাশোল পঞ্চায়েত সমিতি

সেখ রিয়াজউদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

লকডাউন প্রচার ও এলাকা পরিদর্শনে বীরভূমের খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি

সেখ রিয়াজ উদ্দিন বীরভূম: গত২৩ শে মার্চ বিকাল পাঁচটা থেকে শুরু হয়েছে দেশব্যাপী লকডাউন, সেই পরিপ্রেক্ষিতে প্রশাসন, স্বাস্থ্য দফতরের বিভিন্ন কর্মী থেকে আধিকারিক এমনকি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও লকডাউনের প্রচার এবং সফল করতে সকলে মাঠে নেমেছে।আজ বীরভূম জেলার খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি লোকপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে পোস্টার ব্যানার ফেস্টুন টাঙানো ও মাইকিং করে লকডাউন সফল করতে আহ্বান জানান।লোকপুর নীচু বাসস্ট্যান্ডে টহলরত পুলিশ আধিকারিক তথা সার্কেল ইন্সপেক্টর  পীযূষ কান্তি লায়েক ও খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন উভয়েই প্রচারের ফাঁকে মিলিত হয়ে পথচলতি কথোপকথন হয় এলাকার সামগ্রী পরিস্থিতি নিয়ে। এরপর খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন এক সাক্ষাৎকারে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক খয়রাশোল পঞ্চায়েত সমিতি সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে। সমিতির পক্ষ থেকে  লিফলেট, ব্যানার, পোস্টার ও প্রচার অভিযান চালানো হচ্ছে। পরিদর্শন করতে গিয়ে দেখেন স্বাস্থ্য পরিষেবা ও ব্যবস্থা ঠিক আছে কিনা, এলাকার মানুষকে সচেতন করা, স্বাস্থ্য কর্মী ও প্রশাসনের কর্তব্যরত কর্মীদের পাশে থেকে উৎসাহ প্রদান করা। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক রোগি কল্যাণ সমিতির সদস্য তথা বিধায়ক নরেশ চন্দ্র বাউরীর প্রতিনিধি কাঞ্চন কুমার দে এবং স্থানীয় সমাজসেবী দেবদাস নন্দী।