শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালবাজার শহর লকডাউন করা হল

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

করোনা ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতার জন্য   মালবাজার শহরকে সোমবার বিকাল ৫ টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করলো মাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। সোমবার দুপুরে মাল পৌরসভায় মাল মহকুমা শাসক শান্তুনু বালা, পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী প্রমুখের উপস্থিতিতে এক বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। সেই  বৈঠকের পর শেষে সাংবাদিকদের মহকুমা শাসক ও চেয়ারম্যান জানান, করোনাভাইরাস নিয়ে সার্বিক পর্যালোচনার পর সোমবার বিকাল থেকে শহরে লকডাউন ঘোষণা করা হলো। অত্যাবশকীয় পন্য সামগ্রীর বিক্রয় কেন্দ্র ও  ছারা অন্যান্য সব কিছুই বন্ধ রাখতে জনগণকে অনুরোধ করা হচ্ছে। সবাইকে বাড়িতে থাকতে বলা হচ্ছে। নিতান্ত প্রয়োজন ছারা কেউ যেন বাইরে না যায়। 

প্রসংগত উল্লেখ্য গতকাল ঘোষণা অনুযায়ী জলপাইগুড়ি শহর লকডাউন ঘোষণা করা হলেও মাল পৌরসভা তার বাইরে ছিল। লকডাউন না থাকায় জনতা কার্ফুর পরে স্বাভাবিক ছন্দে ফেরে শহর। হাট বাজার সব খুলে যায়। যানবাহন চলাচল শুরু করে। পরে        সোমবার পরিস্থিতি বিচার করে প্রশাসন এই সিন্ধান্ত নেয় বলে জানাগেছে। 
অন্যদিকে ওদলাবাড়ি শহরের বাসিন্দাদের কথা মাথায় রেখে সেখানেও পঞ্চায়েতের পক্ষ থেকে একই ঘোষণা করা হয়। মালবাজার ও ওদলাবাড়ি সর্বত্র মাইকে প্রচার করে এই ঘোষণা জারি করে প্রশাসন। 
এরফলে বিকাল থেকেই কার্যত বন্ধের চেহারা নেয় মাল ও ওদলাবাড়ি শহর ।