রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনাভাইরাস নিয়ে বিশেষ সচেতনতা অভিযানে নামলেন বিধায়ক

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

 করোন ভাইরাস নিয়ে বিশেষ সচেতনতা অভিযানে নামলেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা। শুক্রবার সকালে বিধায়ক শ্রী মুন্ডা মেটেলি থানাতে আসেন। থানার আধিকারিকদের সাথে কথা বলেন। পরিকাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখেন। কোন সমস্যা আছে কিনা জানতে চান। সেখান থেকে বেরিয়ে চলে আসেন ডানকান গোষ্ঠীর রুগ্ন চাবাগান কিলকোটে। সেখানে চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলেন, এই পরিস্থিতিতে কি করা উচিত, সেনিয়ে শ্রমিকদের সচেতন করেন। যেসব শ্রমিকরা কাজের সুত্রে ভিন রাজ্যে গিয়েছিলেন তাদের মধ্যে যারা ফিরে আসছে। তাদের যাতে উপযুক্ত ডাক্তারি পরীক্ষা করা হয় সে বিষয়ে পরামর্শ দেন। সেখান থেকে মঙ্গলবাড়ি হাসপাতালে আসেন। সেখানে রোগী ও ডাক্তারদের সাথে কথা বলেন। হাসপাতালের পরিস্থিতি দেখেন। সেখান থেকে বেরিয়ে সামনে থাকা ওষুধের দোকানীদের সাথে কথা বলেন। 
মাস্ক ও সানিটাইজড হ্যান্ড ওয়াসের ব্যাপারে খোঁজ খবর নেন। অতিরিক্ত দাম যাতে কেউ না নেয় সেবিষয়ে অনুরোধ করেন। এই ভাবে বিধায়ক শ্রী মুন্ডা শুক্রবার গোটা মেটেলি ব্লক জুড়ে সচেতনতা অভিযান করেন।