জয়বাংলা, জয়জোহার প্রকল্পের সহায়তা শিবির বীরভূমের নাকড়াকোন্দায
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৪৯ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
জয়বাংলা, জয়জোহার প্রকল্পের সহায়তা শিবির বীরভূমের নাকড়াকোন্দায়
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: দিদিকে বলো কর্মসূচির পর গত ২ মার্চ কোলকাতায় বাংলার গর্ব মমতা বিষয়ক কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। সেই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭৫ দিন বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি পালন করার কথা,ভোট কুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত এক জনসংযোগ বাড়ানোর নতুন কৌশল। সেই মোতাবেক বাংলার গর্ব মমতা শ্লোগান কে সামনে রেখে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জনসংযোগ বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে যেমন জয়বাংলা জয়জোহার সহ বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্পের ফরম তুলে দিচ্ছেন তেমনি সহায়তা শিবির খুলে সেই সব ফরম পূরণের ও ব্যবস্থা করা হচ্ছে। আজ খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সংলগ্ন এলাকায় জয়বাংলা,জয়জোহার সহ বিভিন্ন প্রকল্পের ফরম পূরণ করার তথা সহায়তা করার কাজ চলছে বলে এক সাক্ষাৎকারে জানান স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী কাঞ্চন দে।