আইশোলেশন ওয়ার্ডের ব্যবস্থা বীরভূমের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩৬ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
আইশোলেশন ওয়ার্ডের ব্যবস্থা বীরভূমের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: করোনা ভাইরাসের আতঙ্কে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখা, সচেতনতা বিষয়ক প্রচার অভিযান চালানোর নির্দেশ স্বাস্থ্য ভবনের। সেই মোতাবেক বীরভূম জেলার খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দায় অবস্থিত ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনায় আজ শুরু হচ্ছে আইশোলেশন ওয়ার্ড বা বেডের বন্দোবস্ত তথা করোনা ভাইরাসের লক্ষন সমূহ ব্যাক্তিদের পর্যবেক্ষণে রাখার বিশেষ ব্যবস্থা।খয়রাশোল ব্লকের খয়রাশোল,কাঁকরতলা ও লোকপুর থানা এলাকার সীমান্তে স্বাস্থ্য কর্মী ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে নিয়মিত চলছে নাকা চেকিং। অঙ্গনওয়াড়ী,আশাকর্মী তথা বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মী ও পুলিশ প্রশাসন সহ পঞ্চায়েত স্তরে ছোট ছোট মিটিং তথা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বিষয়ক আলোচনা ও অন্য রাজ্য বা বিদেশ থেকে আশা ব্যাক্তিদের খবরাখবর নেওয়া এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা করা হচ্ছে।উল্লেখ্য গত ১৭ মার্চ রুপুষপুর অঞ্চলের ওড়িশা, ব্যাঙ্গালোর ফেরত তিন যুবককে ডেকে পাঠানো হয় স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য, এরমধ্যে একজনকে সিউড়ি সদর হাসপাতালে আজকে পাঠানো হয় চিকিৎসার জন্য বলে এক সাক্ষাৎকারে জানান খয়রাশোল ব্লকের পি,এইচ, এন বনশ্রী কবিরাজ।