শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভুটান সীমান্তে জিতি চাবাগানে হরিয়ানা ফেরত ৩ জনকে পর্যবেক্ষণ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১৭ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ডুয়ার্সের বিভিন্ন চা-বাগান থেকে প্রতি বছর কাজের সন্ধানে বহু মানুষ যুবক যুবতীরা ভিন রাজ্যে যায়। সম্প্রতি করোনাভাইরাসের আতংকের জেরে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছে। স্বাস্থ্য দপ্তর এদের পরীক্ষা ও পর্যবেক্ষণ নিয়মিত করছে। কেউ কেউ সুস্থ থাকলেও কয়েকজনের মধ্যে জ্বরের লক্ষ্মণ ধরা পড়ছে। বৃহস্পতিবার এই রকম তিন জনের শরীরে জ্বরের লক্ষ্মণ থাকায় স্বাস্থ্য দপ্তর তাদের পর্যবেক্ষণে রেখেছে। জানাগেছে, ভারত ভুটান সীমান্তে নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানের অনেকেই কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়েছিল।এরমধ্যে বৃহস্পতিবার হরিয়ানা রাজ্য 
থেকে দুইজন পুরুষ ও একজন মহিলা ফিরে আসে। এদের একজনের শরীরে অতিরিক্ত জ্বরের লক্ষ্মণ দেখা যায়। অন্য দুই জনেরও জ্বরের লক্ষ্মণ ধরা পড়ে। খবর পেয়ে স্বাস্থ্য কর্মীরা ওই চাবাগানে পৌঁছে তাদের প্রায় কোয়ারান্টাইন করে দেয়। তাদের পর্যবেক্ষণ শুরু করে। নাগরাকাটা ব্লকের স্বাস্থ্য কেন্দ্র শুলকাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার সুপর্ন হালদার জানান, ওদের জ্বরের মাত্রা বেশি থাকায় বাড়িতে আলাদাভাবে রেখে পর্যবেক্ষণ চলছে। পরীক্ষা নিরীক্ষা চলছে। সেরকম নজরে এলে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।